রংপুর জেলা

বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিভাগীয় শহর রংপুর। বিভাগ হিসাবে স্বীকৃতি দেয়ার আগে রংপুর জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল। বিভাগীয় শহর হলেও এ বিভাগে কোন সিটি কর্পোরেশন নেই। আটটি উপজেলা নিয়ে রংপুর জেলা গঠিত। এগুল হল- রংপুর সদর, মিঠাপুকুর, বদরগঞ্জ, পীরগাছা, পীরগঞ্জ, তারাগঞ্জ, গংগাচড়া এবং কাউনিয়া। রংপুরের উত্তরে লালমনিরহাট জেলা, পূর্বে কুড়িগ্রাম, দক্ষিণে গাইবান্ধা এবং পশ্চিমে নীলফামারী এবং দিনাজপুর জেলা অবস্থিত। রংপুর জেলার আয়তন ২৪০০ বরগ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১২০০ জন। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারী কলেজ কারমাইকেল কলেজ। কলেজটি প্রায় ৩০০ একর জমির অপর অবস্থিত।

ইতিহাস ঐতিহ্য

রংপুর জেলার ভূপ্রকৃতি দেশের অন্যান্য অঞ্চলের থেকে একটু আলাদা। নদীর গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চর এবং ভূকম্পনজনিত কারনে এ ভূমি গঠিত বলে ধারনা করা হয়। এছাড়াও এ জেলার ভূমি গঠনে বৃহত্তর বঙ্গ প্লাবনের ভূমিকা রয়েছে বলে ধারনা করা হয়।  এ অঞ্চলের মাটি বেশ উর্বর। বৃটিশ আমলে এ উর্বর ভূমিকে ইংরেজরা নীল চাষের একটি আদর্শ স্থান হিসাবে বেছে নেয়।
রংপুর জেলার নামকরন কিভাবে হল তা নিয়ে ঐতিহাসিকরা একমত হতে পারেন নি। লোকমুখে প্রচলিত আছে যে কোন কালে এ অঞ্চল রঙ্গপুর নামে পরিচিত ছিল যা কালক্রমে শুধ ভাষায় রংপুরে রুপান্তরিত হয়। তবে এ অঞ্চলের নাম কেন রঙ্গপুর হয়েছিল তা কেউ স্পষ্ট করে বলতে পারে না। সম্ভবত এ অঞ্চলের লোক সংস্কৃতির দিক দিয়ে খুব সামনে আগানো ছিল। এ কারনেই হয়ত এ অঞ্চলের নাম রঙ্গপুর হয়েছিল।

দর্শনীয় স্থান

রংপুর জেলায় বেশকিছু দর্শনীয় স্থান এবং প্রত্নতাত্বিক নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল বদরগঞ্জ উপজেলায় অবস্থিত লালদিঘি নয় গম্বুজ মসজিদ, গঙ্গাচড়া উপজেলায় অবস্থিত ভিন্নজগত পার্ক, সদর উপজেলার তাজহাট জমিদার বাড়ি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় নির্মিত প্রয়াস সেনা বিনোদন পার্ক

যাতায়াত

ঢাকা থেকে সড়ক ও রেলপথে রংপুর যাওয়া যায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে শুধু সোমবার বাদে সপ্তাহে ছয়দিন রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ভাড়া শ্রেণীভেদে ২০০ থেকে ৭০০ টাকা আর বাসে যেতে চাইলে ঢাকায় কল্যানপুর, মহাখালী এবং গাবতলী বাস টার্মিনাল থেকে রংপুরগামী এসি এবং নন এসি বাস পাওয়া যায়