There are many real estate development companies in Bangladesh. You can buy houses and flats of your choice through these companies. If you buy land then you can give it to property developer for building and developments. So browse through the page bellow and look for property that you would like to buy in Bangladesh. You can also buy flat in Bangladesh.

 
 
 
 

শহরে নিজে একটা বাড়ি করার স্বপ্ন আমাদের সকলেরই থাকে কিন্তু দিন সব কিছুর দাম আকাশচুম্বী হওয়াতে এই বাড়ি করার স্বপ্ন দিন দিন দুরহ হয়ে যাচ্ছে। তবে আজ হাউজিং ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অনেকেই বাড়ীর মালিক হচ্ছেন। কেউ জমি দিয়ে বাড়ি ফ্লাটের মালিক হচ্ছেন আবার কেউ কিনছেন ডেভেলপার বা বিক্রেতাদের কাছ থেকে। এক কালীন কিছু টাকা দিয়ে বাকিটা কিস্তিতে পরিশোধের সুযোগ নিচ্ছেন অনেকেই। আমাদের ওয়বেসাইটে এরকম কিছু হাউজিং কোম্পানির নাম এক জায়াগায় করে দিয়েছে যেখানে অনেক জায়াগা, বাড়ী ও ফ্লাট বিক্রি হয়। আপনিও এদের থেকে কিনতে পারবেন তবে আগে ভালো করে খতিয়ে দেখে নিন। এসব বাড়ি ঘর কেনা বেচায় রিহাব হাউজিং অনেক সুনাম অর্জন করেছে। রিহাব হাউজিংয়ের মাধ্যমে অনেক কোম্পানির বাড়ি ফ্লাট বা জায়গা এক জায়গায় পাওয়া যায়। এছাড়াও বসুন্ধরা, মোহাম্মাদিয়া, রুপায়নের মত অনেক হাউজিং কোম্পানি রয়েছে তবে যাচাই বাছাইয়ের দায়িত্ব আপনার কিন্তু ডেভেলোপাররা এ ব্যাপারে সাহায্য করে থাকে।


প্রবাসীদের জন্য বাংলাদেশে জায়গা জমি বা বাড়ি কেনা অনেক সময় ঝামেলাপূর্ণ হতে থাকে। তবে এখন বাংলাদেশে বেশ কিছু বিশ্বস্থ কোম্পানি আছে যাদের এ ব্যাপারে আপনাকে সহাওতা করতে পারে। রিহাব হাউজিংবসুন্ধরারুপায়ন এদের মাধ্যমে প্লট বা ফ্লাট বুকিং দিতে পারেন। এসব কোম্পানির অনলাইনে উপস্থিতি আছে যেখান থেকে আপনি প্লট বা ফ্লাট দেখে নিতে পারবে। ঠিকানাআয়াতনইনটেরিওর ডিজাইনদাম সহ সব জেনে নিতে পারবেন। তবে কোন ডিল ফাইনাল করার আগে অবশ্যই কথা বলে ডাবল চেক করে নিবেন। জমি সংক্রান্ত কোন কিছুর সন্ধান থাকলে ভুমি মন্ত্রণালয়ের সাহায্য নিতে পারেন। ভুমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটের মাধ্যমে আপনি জমির পর্চা ও খতিয়ান চেক করে নিতে পারেন। 

এসব কোম্পানির অনলাইনে উপস্থিতি আছে যেখান থেকে আপনি প্লট বা ফ্লাট দেখে নিতে পারবে। ঠিকানা, আয়াতন, ইটেরিওর ডিজাইন, দাম সহ সব জেনে নিতে পারবেন। তবে কোন ডিল ফাইনাল করার আগে অবশ্যই কথা বলে ডাবল চেক করে নিবেন। 
Alongside properties in Bangladesh solidbangla.com also provide links and information of Bangla Newspapers, how to send money to Bangladesh, sending gift to Bangladesh and much more. Hope you find our website useful when researching, selecting and using online payment methods suitable for you. If you would like to add your site to our website list, please feel free to contact us.