Qurbani Haat

Qurbani Eid or Eid Ul Adha is the second biggest religious festival in Muslim world. In this festival, muslim people sacrifice cattle in the name of Allah and therefore buying and selling domestic animals draws a huge attention in Bangladesh. Nomally, cattle are sold in open market authorised by local goverment but this year its a very different situation. Due to Covid19 cattle markets will be very limted and this has open a door for online businesses where many vendors are selling cattels online. Cow, goats, camels, Lama all kind of cattle can be purchased here. We have put together some of the most popular Online Qurbani Haat for your convenicence. 
কোরবানির পশু ঘরে বসে কিনতে চাচ্ছেনহ্যা সম্ভব। বাংলাদেশে এখন বেশি কয়েকটি অনলাইন গরুর হাট আছে যেখানে থেকে আপনি গরু কিনতে পারেন এবং তারা আপনার বাসায় দিয়ে যাবে। এসব অনলাইন হাটে আপনি নানা ধরণের কোরবানির পশু পাবেন আপনার পছন্দের মত সে গরুছাগলছাগল খাসিউটদুম্বা যাই হোক। আর পে করতে পারবেন বিকাশডেবিট কার্ড দিয়ে। কেউ কেউ ডেলিভারি দিয়ে ক্যাশও সংগ্রহ করে থাকেন। আমদের এই পেইজে এরকমই কিছু অনলাইন গরুর হাটের লিস্ট দেওয়া হল।
দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন দোকান যেখানে এবার কোবানি উপলক্ষ্যে তাদের ওয়বে সাইটে হচ্ছে গরুর হাট ও পাওয়া যাচ্ছে অনেক কোরবানির পশু। থাকছে নানা ধরনে আকর্ষণীয় অফার। দারজে আছে নানা জাতের দেশি বিদেশী গরু ছাগল ও উট। দেশী গরুপাকিস্থানি সিন্ধিঅস্ট্রেলীয়ান হাইব্রিডআমেরিকান ব্রাহামা সহ অনেক জাতের গরু। দারাজে পশুর ছবি দাম সহ বিস্তারিত দেওয়া হয়ে থাকে। আপনার আরো জানার থাকলে কেনার আগে তাদের সাথে কথা বলে নিতে পারবেন।

বিক্রয়.কমে পাওয়া যাচ্ছে নানা জাতের আকর্ষণীয় গরু ছাগল। দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা এখানে তাদের গরু ছাগল বিক্রির জন্য দিচ্ছেন। দেশিও গরুর ও ছাগলে এক সমারহ হয়েছে বিক্রয়.কমে। তাদের কারনে আপনি ঘরে বসে কিনতে পারছেন পছন্দের কোরবানির গরুটি। এমনকি আপনার স্মার্ট মোবাইল ফোন থেকেও দিতে পারছেন অর্ডার।

এছাড়াও বেঙ্গল মিটই-অর্ডার এবং ফেইসবুকে কিছু পেইজ আছে যেখানে কোরবানির পশু কেনা বেচা হচ্ছে।

If you would like to add your website in our list above, please contact us. Thanks